1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে চোলাই মদ উদ্ধার, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এসময় ইউপি সদস্য সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে কলাকোপা হাড়ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন কলাকোপা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মো.মহসিন মেম্বার (৫৫), মো ইদ্রিস আলী (৫৫) ও শেখ এবাদুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে এএসআই শিমুল শাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় সোমবার রাতে কলাকোপা হাড়ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেন। পরে তাদের কাছে রাখা ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ