ঢাকার নবাবগঞ্জে গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে আগষ্টিন-অলকা-বীণা-চন্দন-পলাশ পরিষদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ছোট গোলা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ছোট গোল্লা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক ভ্যালেন্টাইন অর্ঘ্যের সঞ্চালনায় ও গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাবেক চেয়ারম্যান আগষ্টিন সুজন গমেজের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে আগষ্টিন-অলকা-বীণা-চন্দন-পলাশ পরিষদের ৯জন প্রার্থী উপস্থিত ছিলেন।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চেয়ার প্রতীকে আগষ্টিন সুজন গমেজ, সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ফ্লোরেন্স রোজারিও, ভাইস চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ক্যার্থরীন অলকা রড্রিক, ম্যানেজার পদে ফুটবল প্রতীকে রিচার্ড কোড়াইয়ার চন্দন, ট্রেজারার পদে মোড়ক প্রতীকে পলাশ গ্রেগরী রোজারিও, ডিরেক্টর পদে বাই সাইকেল প্রতীকে সুবাস জে গমেজ, আম প্রতীকে ট্রিজা সীমা গমেজ, হরিণ প্রতীকে হেলেন শুক্লা রোজারিও, আপেল প্রতীকে রিচার্ড বাপ্পি গমেজ।
গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য ভোটারকে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। তারা প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার কথা জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.