1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১২৯৫ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কেতু মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কোমরগঞ্জ বাহ্রা ব্রীজের নীচে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কেতু মোল্লা উপজেলার বোয়ালী গ্রামের একলাছ মোল্লার ছেলে।

দোহার ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, কেতু মোল্লা দুপুর আনুমানিক ১২টার দিকে গোসল করতে নেমে সাঁতরে নদীর মাঝখানে চলে যায়। একসময় পানিতে ডুবে নিখোঁজ হয় সে। স্থানীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করতে না পেয়ে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে মাঝ নদী থেকে যুবককে মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৃতের বাবা একলাছ মোল্লা বলেন, কেতু মানসিক ভারসাম্যহীন ছিল।

দোহার উপজেলা ফায়ার ষ্টেশন অফিসার তামীম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে ঢাকায় ডুবুরী দলকে খবর দিলে তারা মৃত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ