1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার দেখা হয়েছে

ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জয়পাড়ার হাজেরা ম্যানশনের ৩য় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও এসিস্ট্যেন্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখর সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ জয়নুল আবেদীন, সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ” সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে এবং সংখ্যানুপাতিক নির্বাচন (P.R) পদ্ধতিতে সরকার গঠন করতে হবে।”

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন দেওয়ান, ডা.বিল্লাল হোসাইন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ আমজাদ হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখার সদর মাওলানা আবু ইউসুফ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেন শামিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মতিউর রহমান মোল্লা , সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. জামাল হোসেন, সাধারন সম্পাদক আমির হামজাসহ ওয়ার্ড ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ