ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রব মিয়া। পরে দোয়া পরিচালনা করেন গভর্নিবডির অভিভাববক সদস্য কাজী মো. ইসহাক।
কলেজ প্রতিষ্ঠাতা ও গর্ভনিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গর্ভনিংবডির হিতৈষী সদস্য আব্দুল হালিম মিয়া, অভিভাববক সদস্য কাজী মো. ইসহাক, বিনয় ডেভিড গমেজ, শাহিন ভূঁইয়া সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য, বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীসহ কলেজের শিক্ষকবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.