1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল : নবাবগঞ্জকে হারিয়ে দোহার ফাইনালে

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৬৬২ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীণ সেতু সংঘ ক্লাব “গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৩”এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা নবীণ সেতু সংঘের মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় দোহারের জয়পাড়া বড়মাঠ সমাজ কল্যাণ ক্রীড়া সংঘ বনাম নবাবগঞ্জ ফুটবল একাডেমি মুখোমুখি হয়। খেলায় জয়পাড়া বড়মাঠ সমাজ কল্যাণ ক্রীড়া সংঘ ২-১ গোলে নবাবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উঠে।

ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীণ সেতু সংঘ ক্লাবের সভাপতি মোহাম্মদ মনজু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাসেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ান কবির, এম.এ বারি মোল্লা বাবুল, মো. রাশেদ চোকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ