মহাকবি কায়কোবাদের ৭২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ সালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ আলী খান টুলু। বিশেষ অতিথি ছিলেন এস.এম. আজাদ রহমান, সত্যজিৎ সাহা, ম্যানেজিং কমিটির পক্ষে বিশ্বজিৎ সাহা, ডি.এম মামুন, খালেদ আল মামুন প্রমুখ।
মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের উদ্যোগে বাদ জুম’আ আগলা মিয়াবাড়ি জামে মসজিদ, আগলা দরগাবাড়ি জামে মসজিদ ও আগলা কালুয়াহাটি জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
পরে ঢাকার আজিমপুরে মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের উদ্যোগে মহাকবি’র কবর জিয়ারত ও দোয়া করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন মহাকবি কায়কোবাদের দৌহিত্র এ.এস.আশরাফউদ্দিন আহমদ, এ.এ. নাছিরউদ্দিন আহমদ, সংগঠনের উপদেষ্টা মাহমুদ আলী খান টুলু, কবি এম এ করিম, গিয়াসউদ্দিন আহমেদ, এস.এম আজাদ রহমান, আওলাদ হোসেন চন্দন, সত্যজিৎ সাহা, জাকিরুজ্জামান সহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.