1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫২৩ বার দেখা হয়েছে

বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করা হয়েছে।

সোমবার ( ১৯ জুন ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঢাকা বান্দুরা সড়কে নবাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন করা হয় ।

মানববন্ধন চলাকালীন সাংবাদিকরা নাদিম হত্যাকারীদের দ্রুত বিচার টাইবুনালে বিচার করে ফাঁসির কার্যকর করার দাবী করেন। বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি দেওয়ার প্রদক্ষেপ নেয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়।

বক্তব্য রাখেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের নবাবগঞ্জ প্রতিনিধি মো.ইব্রাহীম খলিল, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার আজহারুর হক, নবাগগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের জহিরুল ইসলাম, মানব জমিনের খালিদ হোসেন সুমন, একাত্তর টিভির ফারুক আহমেদ, দৈনিক ভোরের কাগজের সাহিদুল হক খান ডাবলু, চ্যানেল 24 এর শামীম আরমান, ইত্তেফাকের শাহিনুর রহমান, সময়ের আলো বিপ্লব ঘোষ, দেশ রূপান্তরের কাজী সোহেল, বিডিনিউজ২৪ এর আসাদুজ্জামান সুমন, আজকের পত্রিকার শেখ উল্লাস, বাংলা টিভির আব্দুর রব বাবু, মানবকন্ঠের শামিম হোসেন সামন সহ দোহার নবাবগঞ্জে কর্মরত সাংবাদিবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ