1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৭৫৫ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এ টুর্ণামেন্টের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

খেলায় যন্ত্রাইল ইউনিয়ন ও কলাকোপা ইউনিয়ন অংশ নেয়। যন্ত্রাইল ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে কলাকোপা ইউনিয়কে পরাজিত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রেজাউর রহমান রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান এ.কে.এম মনিরুজ্জামান তুহিন, নয়নশ্রী ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী, কৈলাইল ইউপি চেয়ারম্যান বশির আহমেদ, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ