ঢাকার নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বারুয়াখালী ইউনিয়নের আলালপুর খেলার মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন বারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ মোল্লা।
চূড়ান্ত পর্বে মেয়েদের খেলায় কাউনিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দীর্ঘগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোল করে। ড্র হওয়ায় পরে ট্রাইবেকারে দীর্ঘগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাউনিয়াকান্দি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এসময় উপস্থিত ছিলেন দীর্ঘগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ মন্ডল, কাউনিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ , কান্দাবাড়িল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিল খন্দকার, বারুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার, আলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : জাহাঙ্গীর আলম, কুমারবাড়িল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো : তরেক হোসেন, দীর্ঘগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন আক্তার প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.