‘বিদ্যালয়ে আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি চর্চার গুরুত্ব’ এই মূলসুরে ঢাকার নবাবগঞ্জে কারিতাস ঢাকা অঞ্চল আন্তঃধর্মীয় সংলাপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালেসেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে কারিতাস ফরমেশন অব ইয়ুথ এন্ড টিচারস প্রোগ্রাম ও ঢাকা মহাধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন এর আয়োজন করেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা।
এসময় সম্প্রীতি চর্চার গুরুত্ব নিয়ে বিভিন্ন গঠনমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহাপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন. ডি. ক্রুজ, ডিআইজি জয়দেব কুমার ভদ্র, ঢাকা মহাপ্রদেশীয় শিক্ষা কমিশনের আহŸায়ক ও বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের সম্পাদক মি. জ্যোতি এফ.গমেজ, হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদর স্ট্যানিসলাউস গমেজ, প্রাক্তন কারিতাস কর্মকর্তা কাজী রায়হান জামিল, বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী মনিক, সেন্ট থেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রুপালী কস্তা, কারিতাস ঢাকা অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা রবি রোজারিও।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চার্চ পরিচালিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যাল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক রিপন কুমার শীল ও প্রভাষক জাসিন্তা দিবা গমেজ।
Leave a Reply
You must be logged in to post a comment.