ঢাকার নবাবগঞ্জের তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের গভর্নিং বডি, শিক্ষক ও কর্মচারীবৃন্দের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচলার সভার মধ্য দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
কলেজ প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়া সভাপতিত্বে ও জৈষ্ঠ প্রভাষক মো.সেলিম মিয়ায় সঞ্চালনায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা মিরাজুল হোসেন চৌধুরী বাখর মিয়া, ডাক ও টেলি যোগাযাগ মন্ত্রালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.রুহুল আমিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো আব্দুর রব মিয়া, প্রতিষ্ঠাতা শিক্ষক কামাল মোস্তফা, আমীর হোসেন মোল্লা, ফারহানা শামীমা খানম লিপি, আমজাদ হোসেন, সারোয়ার হোসেন, হিতৈষী সদস্য মো. হালিম মিয়া, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য বিনয় ডেভিট গমেজ, শাহিন ভূঁইয়া, ব্যারিষ্টার হেদায়েত হোসেন চৌধুরী, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক উপাধ্যক্ষ মো.হাবিবুল্লাহ সহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.