ঢাকার দোহারে লিকুমিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত কাজী রাইয়ান আহমেদ রূপ (৫) আর নেই। বুধবার বিকেল ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় রূপ।
রূপের বাবা সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ জানান, বুধবার দুপুরে রূপের শারিরীক অবস্থা খারাপ হওয়ায় ওকে আইসিও’তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যুবরণ করেন সে।
জানা যায়, ২০১৯ সালে মাত্র ১১ মাস বয়সে লিকুমিয়া ব্লাড ক্যান্সার ধরা পরে রূপের। চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও গতমাসে আবারো গুরুতর অসুস্থ হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় রূপকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে শিশুটির। সবাইকে কাঁদিয়ে বুধবার না ফেরার দেশে চলে গেল রূপ।
মন্তব্য করুন