1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

নৌকা মানেই দেশের উন্নয়ন: মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

স্বাধীনতার ৫০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিন আমাকে ঢাকা জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। গত ৫ বছরে ঢাকা জেলায় যে উন্নয়ন হয়েছে বিগত দিনে তা কখনোই হয়নি। নিজেকে দূর্নীতির উর্ধে রেখে ঢাকা জেলাকে উন্নয়নের আলোকবর্তিতা বানিয়েছি। নৌকা মানেই দেশের উন্নয়ন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার জয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর ও শৈল্যা গ্রামবাসী আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশানন্দ সরকারের সভাপতিত্বে মাহবুব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়ন করার সুযোগ দিয়েছেন, তাই জেলা পরিষদের উন্নয়ন মানুষের ধারে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমি পায়ে হেটে প্রতিটি এলাকায় গিয়ে জেলা পরিষদের উন্নয়ন করেছি। পরে তিনি কয়েকদিনের মধ্যে জেলা পরিষদের প্রকৌশলীদের সাথে নিয়ে খানেপুর ও শৈল্যা গ্রামে সকল চাহিদা পরিদর্শন করে পূরন করার আশ্বাস দেন।

জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, আরিফুর রহমান খান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেন, সদস্য দেওয়ান সাজ্জাদ, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরু পত্তনদার, সাবেক সহসভাপতি আজিজ বেপারী, আওয়ামী লীগ নেতা শেখ শাহবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ হোসেন সাজু, সজল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনদ্দিন, শেখ সুহেল, পান্নু মিয়া, আইনাল, রাদেশ্যাম, কালাচান, রঙ্গলাল সহ আরো অনেকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ