ঢাকার নবাবগঞ্জে এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন উপজেলা কৃষল লীগের নেতাকর্মীরা। সোমবার সকালে উপজেলার বান্দুরা ইউনিয়নের কৃষক মোহাম্মদ হায়াত আলীর আলহাদীপুর বিলের ৩৫ শতাংশ জমির ইরি ধান কেটে দেন নেতাকর্মীরা।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ কৃষক লীগ সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নির্দেশনায় উপজেলা কৃষক লীগ আহবায়ক সাদের হোসেন বুলু ও যুগ্ম আহবায়ক শেখ মেহেদী হাসান স্বপনের নেতৃত্বে সংগঠনের ১৫ জন নেতাকর্মী এই ধান কাটার কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
কৃষক হায়াত আলী বলেন, আমার ৩৫ শতাংশ ক্ষেতের পাকা ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। তাছাড়া মজুরি চায় অনেক। আমি আমার ক্ষেতের ধান নিয়া চিন্তায় পড়ে গিয়েছিলাম। খবর পেয়ে কৃষক লীগ নেতারা আমার ক্ষেতের ধান কেটে দিয়ে যায়। আমি এতে করে অনেক উপকৃত হয়েছি।
ধান কাটা কর্মসুচীতে আরো অংশ নেয় কৈলাইল ইউনিয়ন কৃষক লীগ সভাপতি শাহজাহান মেম্বার, বান্দুরা কৃষক লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষক লীগ মো.বছির, শ্রী শ্যামল, আমিনুল ব্যাপারী প্রমূখ।
Leave a Reply
You must be logged in to post a comment.