ঢাকার নবাবগঞ্জে ৯৫ লিটার দেশীয় চোলাই মদসহ আওলাদ হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার গালিমপুর ইউনিয়নের বড়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আওলাদ ওই এলাকার মৃত মো. কাশেমের ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, আওলাদ দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওলাদের নিজবাড়ি থেকে ৯৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। সোমবার মাদক মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন