নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ ওমর ফারুক (২০) ও মো. সুমন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার নারায়গঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত ওমর ফারুক কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার জাংগালিয়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনে এবং সুমন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভরুনিয়া বিন্দালবাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে।
শুক্রবার রাতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার উপপরিচালক একেএম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক ও সুমনকে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.