ঢাকার দোহার ও নবাবগঞ্জে স্বস্তির বৃষ্টি নেমেছে। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জে ভেঙে পড়েছে বিভিন্ন গাছপালা। এছাড়া নবাবগঞ্জের রাস্তার উপর তোরণ ভেঙে পড়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সেই হিসেবে শনিবার যদি ঈদুল ফিতর হয় তাহলে ঈদের দিন বৃষ্টিতে ভিজবে দেশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঈদের দিনসহ (শনিবার ধরে) পরের তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসবে। তবে সব জায়গায় টানা বৃষ্টি না হলেও থেমে থেকে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় কমে আসতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতেও তাপমাত্রা সামান্য কমতে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.