1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

নবাবগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখম

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৬৪১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে আলেয়া বেগম (৫৯) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বড় কাউনিয়াকান্দি গ্রামে এঘটনা ঘটে। আহত আলেয়া বেগম স্থানীয় মৃত মো. সাইফুর রহমানের স্ত্রী। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আলেয়া বেগমের ছেলে মো. আশরাফুর রহমান।

আশরাফুর রহমান অভিযোগ করে বলেন, আমার চাচা বকুল মিয়ার সাথে তাদের জমি সংক্রান্ত ঝামেলা রয়েছে। পূর্ব শত্রুতার জেরে বুধবার দুপুরে বকুল মিয়ার স্ত্রী সালমা বেগম আমাদের বাড়িতে এসে আমার মাকে লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে আহত করে। আমার মা মাটিতে পরে গেলে ধারালো দা দিয়ে মায়ের বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলে আঘাত করেন সালমা। মায়ের ডাকচিৎিকারে প্রতিবেশিরা এগিয়ে এসে মাকে উদ্ধার করে। পরে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এঘটনায় আমি নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

এব্যাপারে অভিযুক্ত সালমা বেগম দাবি করেন তিনি আলেয়া বেগমকে মারধর করেনি। একটি ডাল নিয়ে কথাকাটি হয়েছিল। ডাল নিয়ে টানাহেচড়ার সময় পড়ে গিয়ে আলেয়া বেগমের পা কেটে গেছে।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মতিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ