1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৬৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) ও ইনভিশন একশন রিওয়ার্ড অ্যাসেট ( ইয়ারা) এর বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। প্রায় ২০০ শিল্পীর অংশগ্রহণে বর্নাঢ্যভাবে তারা বর্ষবরণ উৎসব উদযাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের প্রবীণ অভিনয় শিল্পী জামিলুর রহমান শাখা। বিশেষ অতিথি ছিলেন কলাকোপা কে.পি স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম।

স্বাগত বক্তব্য রাখেন নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা ও সভাপতিত্ব করেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা।

অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা করেন ইয়ারার প্রতিষ্ঠাতা ও পরিচালক সায়মা রহমান তুলি।

অনুষ্ঠানের শুরুতে অতিথি, দর্শক, অভিভাবক, শিল্পী সকলের সম্মিলিত কন্ঠে পরিবেশন করা হয় এসো হে বৈশাখ গানটি। এরপর নাচ, গান, আবৃত্তি, বাঁশি, বৈশাখী ফ্যাশন শো, বৈশাখ ভিত্তিক চিত্রকলা, শিল্পকর্ম ও কারুশিল্প প্রদর্শনী করা হয়। শেষে গত ৭ এপ্রিল বিনামূল্যে যাদের কারুশিল্প প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের কাজ বিচার করে এবং বৈশাখী সাজে সেরা সুন্দরী ও সুদর্শনকে বাছাই করে পুরস্কার প্রদাণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ