1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

নারায়নগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ আটক২

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

নারায়নগঞ্জে অভিযান চালিয়ে মো. আব্দুস সালাম (২৯) ও মোক্তার হোসেন (৩৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আব্দুস সালাম কুমিল্লার চৌদ্দগ্রাসের পূর্ব ডিমাতলি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং মোক্তার হোসেন নারায়ণগঞ্জের বন্দর থানাধীন পিচকামতাল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়গঞ্জ জানান, নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪০ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা ও মাদকের পরিবহনে পিকআপ সহ আব্দুস সালাম ও মোক্তার হোসেনকে আটক করে র‌্যাব। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানান র‌্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জ কোম্পানী কমান্ডার উপ পরিচালক স্কোয়াড্রন লীডার একেএম মুনরিুল আলম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ