ঢাকার নবাবগঞ্জে কৃষি জমি থেকে বিক্রি ও সরকারি রাস্তা নস্ট করার অপরাধে শেখ শাহিন (৩৮) নামে একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা নস্ট করার অপরাধে ঘটনাস্থল থেকে ২টি মাহেন্দ্র ও ২টি নসিমন গাড়িসহ ম্যানেজার শেখ শাহিনকে আটক করা হয়৷ পরে শাহিনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, মাটি কাটা বন্ধ করা হয়েছে৷ আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.