ঢাকার দোহারে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় মাংস প্রক্রিয়াকারীদের খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
প্রশিক্ষন অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তায় মাংস প্রক্রিয়াকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, দোহার থানা ওসি (তদন্ত) আজহারুল হক সহ আরও অনেকে।
মন্তব্য করুন