1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

সন্তোষ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রিপোর্টার:
  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৪০ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দিরায় সন্তোষ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে৷ নতুন বান্দুরা অরুনাচল সংঘের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় আউলিয়াবাদ চির সবুজ সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। খেলাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হুমায়ূন কবির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য সুকুমার হালদার।

খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৯০ রানে অলআউট হয়ে যায় হাসনাবাদ- মৌলভীডাঙ্গীএকতা সংঘ। ৯১ রান টার্গেটে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌছে যায় আউলিয়াবাদ চিরসবুজ সংঘ।

ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিপদ হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত বনিকের সার্বিক ব্যবস্থাপনার এসময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই অজিত কুমার রায়, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু কুমার সরকার রাজন, সাধারণ সম্পাদক মো. আইয়ূব, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাপ্পি, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিন্টু, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য আ. রাজ্জাক, মুক্তার বেপারী, মো. হিজবুল্লাহ, আওয়ামী লীগ নেতা স্বপন বেপারী, মো. আজাদ সহআরো অনেকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ