1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

বাঙ্গির গ্রাম ভাঙাভিটা

শামীম আরমান ও আলীনুর ইসলাম মিশু
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫২৯ বার দেখা হয়েছে

পূর্ব আকাশে তখনও সূর্যের দেখা মেলেনি। গ্রামের কৃষকেরা ব্যস্ত জমি থেকে বাঙ্গি তুলতে। সূর্যের তাপ বাড়ার আগেই ক্ষেত থেকে বাঙ্গি তুলে বিক্রির জন্য নিতে হবে হাটে। নতুবা বাঙ্গিগুলো বিক্রি করার জন্য কোন ক্রেতা পাওয়া যাবেনা। এমনই দৃশ্য দেখা মেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীর কূলঘেঁষে গড়ে উঠা গ্রামের নাম ভাঙাভিটায়। বাঙ্গির ম-ম ঘ্রাণ ছড়িয়ে থাকে এই গ্রাম জুড়ে। গাঁয়ের মেঠো পথ দিয়ে হেঁটে গেলে বাঙ্গির ঘ্রাণ নাকে আসে। গ্রামটি এখন বাঙ্গির গ্রাম হিসাবে পরিচিত।

সরজমিনে গিয়ে গ্রাম ঘুরে দেখা যায়, সকালের হাট ধরতে কৃষকদের তোড়জোড়। ক্ষেত থেকে বাঙ্গি উঠিয়ে ভ্যান ও ডালিতে রাখছেন। স্থানীয়রা জানান, প্রায় ২০০ বছর আগে এখানে মানুষের বসতি শুরু হয়। কৃষির ওপর ভিত্তি করেই একসময় জীবন-জীবিকা শুরু হয় এখানকার মানুষজনের। একসময় ভাঙাভিটা এলাকায় রসুন, মিষ্টিকুমড়া, মটরশুটি ও কালোজিরা চাষ হলেও বাঙ্গি চাষের পর থেকে পাল্টে যায় জীবনচিত্র। বেকারত্বের অভিশাপ থেকে অনেকের মুক্তি মেলে বাঙ্গি চাষের মাধ্যমে। দ্রæত বদলাতে থাকে এলাকার মানুষের জীবনযাত্রার মান। সারা দেশে বিভিন্ন জাতের বাঙ্গির দেখা মিললেও ভাঙাভিটার বাঙ্গির সুনাম অনেক আগে থেকেই। তাই চাহিদার কথা বিবেচনা করে ভাঙাভিটা এলাকার বিস্তীর্ণ এলাকাজুড়ে আবাদ করা হয় মৌসুমি ফল বাঙ্গির। ভাঙাভিটায় দৃষ্টি যত দূর যায়, চোখে পড়ে শত শত বিঘা বাঙ্গির ক্ষেত। বাতাসের সাথে নাকে ভেসে আসে বাঙ্গির ঘ্রাণ। স্বাদে-গন্ধে অতুলনীয় ভাঙাভিটার বাঙ্গি। যে কারণে সারা দেশের মানুষের কাছে ভাঙাভিটার বাঙ্গির চাহিদাও ব্যাপক। মূলত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত বাঙ্গি চাষ হয়। তবে সড়কপথে যোগাযোগব্যবস্থা ব্যবস্থা ভালো হওয়ায় বাঙ্গি নিয়ে বাজারে আসতে ভোগান্তি পোঁহাতে হয় কৃষকদের।

দেখা যায়, প্রতিটি ঝুড়িতে ১৪/১৮টি মাঝারি থেকে বড় বাঙ্গী দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি ঝুঁড়ি ৪০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। কাক ডাকা ভোরের আগেই বাজারে এসে হাজির হয় ক্রেতা ও বিক্রেতারা। ইছামতি নদীর তীরে সারিবদ্ধ ভাবে সাজানো আছে ক্রেতাদের ইঞ্জিনচালিত নৌকা। ঢাকার কাওরানবাজার, আব্দুল্লাহপুর, শামবাজার, কোরানীগঞ্জ, দোহার, মানিকগঞ্জ, শ্রীনগর, মুন্সিগঞ্জসহ অনেক জায়গায় থেকে তারা বাঙ্গি কেনার জন্য নৌকা নিয়ে আসছে। অনেক পাইকার গাড়ি নিয়ে এসে রাস্তা থেকে কিনে নিচ্ছে। এখানে বাঙ্গি কেনা বেচা হয় ভোর থেকে সকাল সাতটা পর্যন্ত আবার বিকাল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত। দুবেলাতেই বাঙ্গির বাজার ক্রেতা বিক্রেতা দিয়ে ভরপুর থাকে।

বাঙ্গি চাষী রবীন্দ্র মন্ডলজানান, এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকার কারণে বাঙ্গির ফলন ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে পুরো রোজার মাসে বাঙ্গি বিক্রি করতে পারলে আমরা ভালো লাভবান হবো। সরকারিভাবে আমাদের প্রশিক্ষণ এবং বিভিন্ন ঋণ দিলে করলে আমরা আরো লাভবান হতে পারবো।

বাঙ্গি চাষী নিতাই মন্ডল বলেন, দুইদিন আবহাওয়া খারাপ থাকার কারণে অনেক বাঙ্গি নষ্ট হয়ে গেছে। আর দূরদূরান্তে থেকে পাইকারিরা না আসতে পারায় প্রতি ঝুড়ি বিক্রি করেছি ২০০ থেকে ৩০০ টাকায়। আজ বাঙ্গির চাহিদা বেশী থাকায় ঝুড়ি প্রতি বিক্রি করছি ৬০০ থেকে ৮০০ টাকায়।

বাঙ্গির ক্রেতা জসিমউদ্দিন জানান, আমি প্রায় চল্লিশ বছর ধরে এখান থেকে বাঙ্গি কিনে বিভিন্ন জায়গায় পাইকার ও খুচরা বিক্রি করি। কাল থেকে আজকের বাজারের দাম ঝুড়িপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেশী। রমজান মাসে বাঙ্গির চাহিদা থাকার কারণে বেশী দামেই কিনতে হচ্ছে আমরাও বেশী দামে বিক্রি করবো। যোগাযোগব্যবস্থা ভালো থাকলে আমাদের সুবিধা হতো। সাধারণ ক্রেতাদের কাছে কম দামে বিক্রি করতে পারতাম।

কৈলাইল ইউনিয়নের বাসিন্দা হূমায়ূন কবির বলেন, ভাঙ্গাভিটার বাঙ্গী দেশের মানুষের বিপুল চাহিদা পূরণকরছে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এখানকার কৃষকরা সরকারিভাবে সুযোগ সুবিধা পেলে ভবিষ্যতে আরো বাঙ্গী ঊৎপাদনে ঊৎসাহিত হবে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই বছর বাঙ্গীর ফলন ভালো হয়েছে। ভাঙ্গা ভিটার মাটি বাঙ্গী চাষের উপযোগী হওয়ায় প্রায় ২১৫ হেক্টর জমিতে বাঙ্গী চাষ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ