1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে স্বাধীনতা সিক্স এ সাইড ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার.
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩৩৭ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে মহান স্বাধীনতার মাস উপলক্ষে স্বাধীনতা সিক্স এ সাইড ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পুরান তুইতাল রূপালী সংঘের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টে ৮টি দল অংশ নেয়। পরে বিজয়ী দলকে মোটরসাইকেল এবং পরাজিত দলকে ফ্রিজ প্রদান করা হয়।

পুরান তুইতাল রূপালী সংঘের সভাপতি মো. জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজে শিক্ষা এবং খেলাধুলা অত্যন্ত জরুরি। শিক্ষার পাশাপাশি যদি যুবকরা খেলাধুলায় মনোনিবেশ করে সমাজে অপরাধ কমে আসে। আজকে সন্ত্রাস ও মাদকের সবচেয়ে বড় শত্রু হচ্ছে খেলাধুলা। যদি যুবকদেরকে খেলাধুলার দিকে মনোযোগী করা যায় তবে অপরাধ কমে আসবে।’ তিনি যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন নয়নশ্রী ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. মো. সাফিল উদ্দিন , শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সম্রাট প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ