1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে মায়ের সাথে ঘুরতে গিয়ে ২ সন্তানের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪১২ বার দেখা হয়েছে

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের রাজাবাড়ী এলাকায় গার্ডেন পার্কে মায়ের সাথে ঘুরতে গিয়ে দুই সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে গার্ডেন পার্কের সুইমিং পুল থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

নিহতরা হলেন, আদিজা আক্তার (৫) ও তানজিদ হোসেন ফাহিম (৩)। তাদের পিতার নাম মোকলেসুর রহমান মিন্টু। তার গ্রামের বাড়ি লক্ষিপুর সদর থানার নকতনপুর গ্রামে। বর্তমানে কেরানীগঞ্জের গদারবাগ এলাকার নবীন মিয়ার বাসায় পরিবার নিয়ে বসবাস করনে। তিনি পেশায় রাজমিস্ত্রী।

নিহত শিশুদের পিতা মোকলেসুর রহমান জানান, ঘটনার দিন দুপুরে কাজ থেকে বাসায় এসে বাচ্চাদের সাথে নিয়ে ভাত খাই। তখন আমার স্ত্রী বলে ডাক্তারে কাছে যাবে। আমি বলি কাজ শেষ করে এসে নিয়ে যাবো। একটু পর এসে দেখি ঘরে তালা দেওয়া। তিনি অভিযোগ করে বলেন, জুলহাস নামে এক ব্যক্তির সাথে তার স্ত্রী জিন্নাতের দীর্ঘ দিন পরক্রিয়া চলছে। শনিবার ডাক্তারের কথা বলে জুলহাসের সাথে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে আমার সন্তান দুটিকে হত্যা করে পার্কের সুইমিং পুলের পানিতে পড়ে মরার নাটক সাজিয়েছে। আমি আমার সন্তানদের হত্যাকারিদের উপযুক্ত বিচার দাবি করছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান জানান, গার্ডেন পার্ক কর্তৃপক্ষ শিশু দুটির লাশ সুইমিং পুলে ভাসমান দেখে তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় শিশু দুটির মা জিন্নাত আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে জিন্নাত আরার প্রেমিক জুলহাস পলাতক রয়েছে। ঘটনার সত্যতা উদঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ