ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য ও শিক্ষানুরাগী আতাউর রহমানের অর্থায়নে এসব স্কুলড্রেস দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শশাঙ্ক ভূষণ পাল চৌধুরী।
বক্তব্য রাখেন, কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অরুন কুমার সাহা, সমাজকর্মী হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ হালদার, পরিচালনা পর্ষদের সদস্য স্বপন কুমার হালদার, তুষার আহম্মেদ প্রমুখ।
মন্তব্য করুন