ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারিশা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, নারিশা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য দেলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সুলাইমান বেপারী, আক্তারুজ্জামান সোহেল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য কারিশমা হাসিনা নিশাত, সাধারন শিক্ষক সদস্য সঞ্জয় বিশ্বাস, সাধারন শিক্ষক সদস্য পারুল, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস সহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী, স্কাউট ও গার্লস গাইড।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারিশা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজয় মহন বালো ও সংরক্ষিত সাধারন শিক্ষক সদস্য আঞ্জুমান আরা বিথী।
Leave a Reply
You must be logged in to post a comment.