1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: দীপক ও হারাধন মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫৭৭ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে অভিযান চালিয়ে দুইটি মিষ্টি দোকানকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মোঃ আঃ হালিম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার বাগমারা বাজারের হারাধন মিষ্টির ভান্ডার ও দীপক মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মিষ্টিতে মরা মাছিসহ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখায় তাদেরকে জরিমানা করা হয়েছে। একইসাথে প্রতিষ্ঠান দুইটিকে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিেেস্ট্রট মোঃ আঃ হালিম বলেন, জরিমানা আমাদের মূল উদ্দেশ্য নয়। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্য আমাদের আমরা কাজ করছি।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ