ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে ১১ জনকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদকদ্রব্য সেবন ও ব্যবহার বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আঃ হালিম।
এসময় সাফিন আলম, মিলন রাজবংশী, গোপাল ও আলমকে গাজা সেবন ও ব্যবহারের অপরাধে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে, শোল্লার বিরেনকে ৩ মাস, রতনকে ২ মাস, দীপংকরকে ৭ দিন ও নাসির উদ্দীনকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া উপজেলার বাহ্রা ইউনিয়নের
আলগীরচর এলাকার মুয়াজ্জেম, সেলিম ও সুজনকে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আঃ হালিম মাদকের বিষয়ে কোন আপোষ নয়। নিয়ন্ত্রণের জন্য অভিযান অব্যাহত সকলের সহযোগিতা কামনা করছি। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেছে নবাবগঞ্জ থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.