1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

নতুন বান্দুরা টি-টেন টুর্ণামেন্ট: মানিকের ম্যাজিকে পুরাতন বান্দুরা চ্যাম্পিয়ন

রিপোর্টার:
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫৫ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ। অধিনায়ক মানিকের অনবদ্য ৬৬ রানের সুবাদে নির্ধারিত ১০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেন পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ। জবাবে নতুন বান্দুরা অরুনাচল সংঘ নির্দিষ্ট ১০ ওভারে ১০৫ করেন। পরে সুপার ওভারে জয় পায় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ। ম্যান অবদ্যা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হয় বিজয়ী দলের অধিনায়ক মানিক।

ক্লাবের সভাপতি ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মজনু মোল্লাহ। খেলার উদ্বোধন করেন বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আ. রহিম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার, প্রেজেন্টার ও বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রেদওয়ান শুয়েব, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা : হরগোবিন্দ সরকার অনুপ, ব্যবসায়ী আতিকুর রহমার টুলু, বান্দুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক, প্রবাসী ব্যবসায়ী আবু হানিফ, ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন।

এসময় উপস্থিত ছিলেন নতুন বান্দুরা অরুনাচল সংঘের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কালীপদ মালো, বান্দুরা শাহী মসজিদের সভাপতি বাবর আলী, নির্বাহী সভাপতি হায়দার আলী, সহ সভাপতি আ. বারেক, পুরাতন বান্দুরা নবীন সসেতু সংঘের সাধারণ সম্পাদক রাসেল পারভেজ, অরুনাচল সংঘের সাধারণ সম্পাদক সনজিৎ বণিক, নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সাধারণ সম্পাদক মাদবর ফারুক, ক্রীড়া সম্পাদক সাইদুল শিকদার, কোষাধ্যক্ষ আলগমীর চোকদার সহ আরো অনেকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ