ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ ভবনে এর আয়োজন করা হয়।
এসময় যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেন।
যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমূর রহমান খান পিয়ারা, নয়নশ্রী ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী, কৈলাইল ইউপি চেয়ারম্যান বশির আহমেদ।
মন্তব্য করুন