1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৪ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এতে ১০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, মার্বেল দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেন দেন অতিথিবৃন্দ।

কলেজের প্রতিষ্ঠাতা ও গর্ভনিবডির সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কলেজ গর্ভনিংবডির বিদ্যোৎসাহী সদস্য গাজী আশরাফ হোসেন ( লিপু)।উদ্বোধক উপস্থিত হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও কলেজ গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো : গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের রেশমা আক্তার, হাসনাবাদ সেন্ট ইউফ্রেজীস্ গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল মোস্তফা ও কলেজ গর্ভনিংবডির সদস্যবৃন্দ প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ