টাকার অভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা গ্রামের মৃত পিয়ার আলীর স্ত্রী নুরজাহান বেগমের (৭০)।
পরিবারের সদস্যরা জানান, নুরজাহান বেগম দীর্ঘদিন যাবত অসুস্থ। সম্প্রতি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।ডাক্তার জানিয়েছেন, তার হৃদযন্ত্রে প্রেসমেকার বসাতে হবে। এর জন্য দরকার কয়েক লাখ টাকা। কিন্ত হতদরিদ্র পরিবারটির পক্ষে এত টাকা ব্যয় করে চিকিৎসা করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর সহযোগিতা কামনা করে তারা।
নুরজাহান বেগমকে সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন
01840000113 ( বিকাশ) এই নম্বরে।
মন্তব্য করুন