নবাবগঞ্জের নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে নতুন বান্দুরা অরুনাচল সংঘ জয়লাভ করেছে।
শুক্রবার বিকালে আয়োজিত খেলায় সমসাবাদ নবীন সংঘকে পরাজিত করেন অরুনাচল সংঘ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে অরুনাচলের প্রসনজিৎ হালদার।
এরআগে বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে হরিষকুল ব্রাদার্স একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন সুজাপুর নবারুন সংঘ।
শনিবার বিকালে প্রথম সেমিফাইনালে হবেন নতুন বান্দুরা অরুনাচল সংঘ বনাম সুজাপুর নবারুন সংঘ।
এছাড়া আগামী রবিবার বিকালে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ ও সারালিয়া কুসুম কানন সংঘ দ্বিতীয় সেমিফাইনালে মুখামুাখ হবেন।
নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ এ টুর্ণামেন্টের আয়োজন করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.