ঢাকার দোহারে লটাখোলা বিলেরপাড় যুব একতা সংঘ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাইপাড়া ইউনিয়নের লটাখোলা বিলেরপাড় গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক পুলিশ সুপার মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়ার আলমাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আমজাদ হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত বেপারী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, ১২৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন।
অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন নজরুল, সুবেল, রুবেল, মুরাদ, জানি আলম, সাদ্দাম সহ আরও অনেকে।
পরে খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
মন্তব্য করুন