1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

দোহারের ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯২ বার দেখা হয়েছে

নানা আয়োজনের মধ্যে দিয়ে ঢাকার দোহার উপজেলার ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহামুদুল হাসান রনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন খান, দোহার থানার ওসি তদন্ত আজহারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌরসভার ৯ নং ওর্য়াড কাউন্সিলর মুহাম্মদ মুরাদ হোসেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম, দোহার পৌরসভা আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা ইয়াসমিন,ক্রীড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুল মৃধা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারি বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অতিথিরা।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি আলমগীর হোসেন ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি প্রয়াত আওয়ামীলীগ নেতা আমির হোসেন কম্পানির রাজনৈতিক ও সামাজিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ