ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা সাহেবগঞ্জে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাহেবগঞ্জ ফয়জুন্নেছা স্মৃতি ইয়ুৎ ক্লাব মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।
গ্রাম বাংলার ঐতিহ্য গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা দেখতে বিকাল ৩টা থেকে দুর-দুরান্তের দর্শনার্থীরা ভিড় জমায়। মুহুর্তে মাঠের চারপাশ সহ আশপাশের উঁচু স্থান গুলো ভরে যায়।
নবাবগঞ্জের কোমরগঞ্জের হারুন মিয়ার ও সিংগাইরের শারারিয়া এলাকার আজমত বেপারীর দীর্ঘকায় সাদা রংয়ের গরু, মানিকগঞ্জ সদরের নতুন বড়ল্লার লিয়াকত সরকারের লাল রংয়ের দীর্ঘকায় গরু মাঠ জুড়ে দাপিয়ে বেড়ায়। ঢাক-ঢোলের তালে সাথে গরুর সাথে আসা নানা বয়সী পুরুষরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে।
মাঠের মাঝে কাঠের খুঁটি পুঁতে রাখা হয়। খুঁটির সঙ্গে গরুর গলায় থাকা রশি বেঁধে দেয়া হয়। পরে গরুর সাথে আসা লোকজন গরুকে উত্তেজিত করে। এসময় গরু দৌড়ে রশি ছিড়ে চলে যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পলাশ চৌধুরী। উদ্বোধন করেন স্থানীয় সমাজকর্মী দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. আনোয়ার হোসেন।
সভাপতিত্ব করেন উত্তর বাহ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. কাশেম আলী।
Leave a Reply
You must be logged in to post a comment.