শনিবার শুরু হয়েছে ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট।
নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সভাপতি ডা: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: হরগোবিন্দ সরকার অনুপ।
উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে প্রথম খেলায় কাউনিয়াকান্দির বিপক্ষে নুরনগর নূরানী সংঘ ৮ উইকেটের ব্যবধানে জয়লাভ করে।
বিকালে দ্বিতীয় ম্যাচে বিলপল্লী চরতইতালের বিপক্ষে অধিনায়ক মানিকের অলরাউন্ডার নৈপুণ্যে ৭ রানে জয় পায় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম জনি, সফিকুল ইসলাম সবুজ, সোহেল দেওয়ান ও শাকিল ভূইয়া।
উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সাধারণ সম্পাদক মাদবর ফারুক, কোষাধ্যক্ষ আলমগীর চোকদার, ক্রীড়া সম্পাদক সাইদুল শিকদার, ফিল্ড ক্যাপ্টিন মোবারক হোসেন, স্থানীয় মুরব্বি সাহেব আলী সিকদার, শেখ বারেক, সিদ্দিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় সার্বিক সহযোগিতা করেন শেখ শামীম, আওয়াল হোসেন, মামুন ভূইয়া, শাহিন শিকদার, মো. রতন, রুবেল দেওয়ান, সঞ্জয় সাহা, শেখ নাঈম, রাকিব দেওয়ান, সাগর, সাব্বির হোসেন, মো. নাজির আহমেদ, আবীর, আতিক, ওয়াহিদ, হৃদয়, দ্বীপ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা
ধারাভাষ্যকার হিসেবে রয়েছে মো. ইমরান ও সাগর।
১৬ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে মিডিয়া পার্টনার প্রিয়বাংলা।
Leave a Reply
You must be logged in to post a comment.