ঢাকার কেরানীগঞ্জে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ। শনিবার দুপুরে উপজেলার কলাতিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানার ৪১৮ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, শুভ্যাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুকসহ অনেকে।
সংবর্ধনা শেষে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
Leave a Reply
You must be logged in to post a comment.