PRIYOBANGLANEWS24
৭ ফেব্রুয়ারী ২০২৩, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধু চাষে নবাবগঞ্জের শরীফের স্বপ্নপূরণ

করো স্বপ্ন আকাশে করো স্বপ্ন মাটিতে। ৫ তারকা হোটেলে চাকরির সুযোগ ছেড়ে মাটির কাছাকাছি এসে স্বপ্নপূরণে কাজ করছে ঢাকা নবাবগঞ্জ উপজেলার তরুণ কৃষি উদ্যোগতা মো: রুকন উজ্জামান শরীফ তানভীর (৩৩)।

২০১৪ তে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা করে চাকরি হয় ৩ তারকা বিশিষ্ট হোটেল ওয়াশিংটনে। হাতছানি ছিলো ৫ তারকা বিশিষ্ট হোটেল চাকরির। সবে মাত্র যেখানে কেরিয়ারের টার্নিং পয়েন্ট সেখানে এক বিদেশীর উৎসাহে কৃষিতে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ। ২০০৯ সালে বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র দুইটি বক্স দিয়ে মধুন চাষ শুরু করেন শরীফ। মাঝে কিছুদিন চাকরি করে মাটির টানে আবার ফিরে আসে নিজের শিকড় মধু চাষে।

সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর চকে সরিষা ক্ষেতের পাশে বসানো বক্স থেকে মধু আহরণ করছেন শরীফ। মাঝে ৫০ বক্স থাকলেও শ্রমশক্তির অভাব ও রক্ষণাবেক্ষণের ঝামেলার কারণে বর্তমানে ১২টি বক্স থেকে শুধু সরিষার মৌসুমে ১২০ থেকে ১৫০ কেজি মধু আহরণ করেন তিনি।

শরীফ বলেন, ২০০৯ থেকে ২ বক্স দিয়ে শুরু ২০১৪ তে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে হোটেল ওয়াশিংটনে জব করতাম। সেখানে এক বিদেশি আমাকে বলে তুমি তোমার নিজের দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করো। এতে করে তুমি তোমার দেশের অর্থ দেশেই ব্যয় করতে পারছো। মূলত আমার ইচ্ছে ছিলো তিন তারকা থেকে শুরু করে ৫ তারকা হোটেলে জব করবো। কিন্তু ফরেনারের কথা আমার ভিতরে প্রভাব ফেলে।

তখন থেকে আমি আমার নিজের দেশি প্রোডাক্ট কৃষিতে ফিরে আসি। কৃষির নানা দিকের মধ্যে আমার মধু চাষ, পরে গবাদি পশুর গরুর খামার করি।

প্রথম দিকে আমি নানা রকম সমস্যায় পড়ি। মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে তার কাছ থেকে আমি কিভাবে মধু সংগ্রহ করব এই বিষয়গুলো নিয়ে জটিলতার সম্মুখীন হই। এ বিষয়ে নানাভাবে স্টাডি করতে থাকি কৃষি অফিসের সহায়তা নেই।

মৌমাছি মূলত ফুলের রেণু ও ফলের রস খাবার হিসেবে সংগ্রহ করে। সে খাবার থেকে কিছু সে মজুদ করে। সেই মজুদকৃত ফুলের রস বা রেনু পরবর্তীতে মধু রূপান্তরিত হয়। মৌমাছির সংরক্ষিত মধু প্রথমে পাতলা থাকে পর্যায়ক্রমে তা ঘন হয়ে এ গ্রেডের মধুতে রূপ নেয়। এই মধু সংগ্রহের জন্য আমি প্রথম দিকে বাড়ির আশেপাশে সরিষা ক্ষেতের পাশে আমার মৌমাছির বক্স বসিয়া নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানেই মৌমাছি গুলোকে অবস্থান করাই। শ্রমিক মৌমাছি প্রতিদিন সরিষা ক্ষেত থেকে সরিষা ফুলের রেণু ও রস সংগ্রহ করে বক্সে সংরক্ষণ করে। পরে কয়েক দিন অন্তর অন্তর মধু বক্স থেকে তুলে বাজারজাত করি।

শরীফ সমাজে প্রচলিত কিছু ভুল ধারণার বিষয়ে উল্লেখ্য করে বলেন, চাষের মধু ও চাকের মধুর মধ্যে মূলত স্বাদ ছাড়া কোনো পার্থক্য নেই। চাকের মৌমাছিগুলো বিভিন্ন ফুল ফল থেকে রেনু, রস সংগ্রহ করে আর চাষের ক্ষেত্রে শুধু একটি ফুল ফলের রস সংগ্রহ করে তাই স্বাদ ভিন্ন হয়ে থেকে। এ ছাড়া গুণগতমানের দিন দিয়ে কোনো তফাৎ নাই।

তিনি আরো বলেন, নিজেকে ওয়েল স্টাবলিস্ট বলবো না তবে বর্তমানে শুধু মধু থেকে আমার পরিবারের ব্যয়ের ৭০ শতাংশ উপার্জন করি। বাকি গবাদি পশুর খামার থেকে ব্যয় নির্বাহ করি। নিজের দেশের পণ্য নিয়ে কাজ করে যা আয় হয় এতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ।

শুরুতে শরীফের নিকটজনরা চাকরি ছাড়াকে পাগলামি বললেও তার পরিশ্রমের ফল পাওয়া তে খুশি আপনজনেরা।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামন বলেন, শরীফ অত্যান্ত পরিশ্রমী একটা ছেলে।তিনি দীর্ঘদিন মধু চাষ করে আসছে। কৃষি অফিস থেকে আমরা তাকে বিভিন্ন সময় পরামর্শ ও অন্যান্য সুবিধা প্রধান করেছি। অস্ট্রেলিয়া থেকে আনা দুইটি মধু চাষের বক্স দিয়েছি। শরীফের মত তরুণ মধু চাষীদের কারণে উপজেলার সরিষা চাষে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন উপজেলার এই কৃষি কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে পৌষ সংক্রান্তি উপলক্ষে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

বলমন্তচর স্পোটিং ক্লাবের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা প্রদান

স্থানীয় অনুদানে শীতার্ত শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ

নবাবগঞ্জে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার ৪

শিলাকোঠায় শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

নবাবগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের চরম সংকট, বিপাকে সাধারণ মানুষ

নবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

১০

নবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

১১

বেগম জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নজরুল ইসলামের শোক

১২

১৫ বছর ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে যাচ্ছে আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা

১৩

নবাবগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এয়ারপোর্ট টু তিনশ ফিট সংবর্ধনা স্থল

১৫

দোহারে নয়াবাজার কাগজ ব্যবসায়ীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৬

নবাবগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

১৭

নবাবগঞ্জ ও দোহারে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বড়দিন

১৮

একই মঞ্চে আশফাক- মেহনাজ, উৎফুল্ল নেতাকর্মীরা

১৯

নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রতন গ্রেপ্তার

২০