ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এর আয়োজন করা হয়।
কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মো. রোমান মিয়া, বান্দুরা ইলিক্রশ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, রাইপাড়া ইউপি সদস্য রাজু আহমেদ রাজিব, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ আরও অনেকে।
এসময় বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিদ্যালয়ের উন্নয়নের জন্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
পরে বিদ্যালয়ের মাঠে নানারকম শীতকালীন পিঠাপুলির স্টল পরিদর্শক করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
মন্তব্য করুন