1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

নবাবগঞ্জের বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

স্টাফ রিপোর্টার.
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৭ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

পনিরুজ্জামান তরুন বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে হবে। এতে সামাজিক বিশৃঙ্খলা কমে যায়। প্রধানমন্ত্রী খেলাধুলায় উদ্বুদ্ধ করতে খেলাধুলার সুযোগ করে দিয়েছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে খেলাধুলাকে প্রাধান্য দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে আগামী প্রজন্মকে খেলাধুলায় মনোনিবেশ করার উপর জোর দেয়ার তাগিদ দিতে হবে।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ফারুক শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মোল্লা ও সাধারণ সম্পাদক সোহেল সিকদার।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, আওয়ামী লীগ নেতা- তপন বার্নার্ড গমেজ, শামীমূল আহাদ রনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম খান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক মোল্লা, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহীন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ