মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ খেলার আয়োজন করা হয়৷ খেলায় দুটি দল অংশগ্রহণ করেন৷
আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু৷
এরআগে অনুষ্ঠান উদ্বোধন করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ, সাংগঠনিক সম্পাদক তাবির হোসেন খান পাভেল, যন্ত্রাইল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার মাহাবুব ইসলাম, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপনসহ আরো অনেকেই।
খেলা পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন বান্দুরা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমেদ রাজু
পরে, বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা
Leave a Reply
You must be logged in to post a comment.