ঢাকার দোহার উপজেলায় ৫১তম শীতকালীন স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার জয়পাড়া বড়মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেযারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার পৌরসভার মেয়র মো. আলমাস উদ্দিন, জয়পাড়া সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম খালেক, বেগম আয়েশা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগীতায় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা মিলিয়ে ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৪৮ টি ইভেন্টে অংশগ্রহণ করে। দিনশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
Leave a Reply
You must be logged in to post a comment.