ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পানকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অবিভাবক সমাবেশে বক্তারা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়। যাতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের সম্পর্কে খোলামেলা আলোচনায় তাদের মান উন্নয়নের পথ সুগম হয়।
নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী মোল্লা, কোঠাবাড়ি প্রোপার্টিজ এর চেয়ারম্যান মোঃ হান্নান, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, ৪নং ওয়ার্ড মেম্বার মাসুদ মোল্লাসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ।
এর আগে নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থীদের এক বছরের ব্যবহৃত খাতা, কলম ও গাইড তার ব্যক্তিগত অর্থায়নে দেওয়ার ঘোষনা দেন। এতে অভিভাবকরা শহিদ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.