কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর প্রথম রাউন্ডের খেলা শুক্রবার রাতে শেষ হয়েছে। এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে কোন ১৬টি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে, আর কার মুখোমুখি হবে।
প্রথম রাউন্ডে বেশ কয়েকটি অঘটন, নাটকীয়তা আর রোমাঞ্চে ভরা ম্যাচ শেষে আজ শনিবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব।
প্রতিটি ম্যাচই একেকটি ফাইনাল, জিতলে পরের ধাপে আর হারলে বিদায়।
নকআউট পর্বে কোন দলের প্রতিপক্ষ কে, কখন তারা মুখোমুখি হবে তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।
নকআউট পর্বের সূচি
৩ ডিসেম্বর, শনিবার
রাত ৯টা নেদারল্যান্ডস–যুক্তরাষ্ট্র
রাত ১টা আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া
৪ ডিসেম্বর, রোববার
রাত ৯টা ফ্রান্স–পোল্যান্ড
রাত ১টা ইংল্যান্ড–সেনেগাল
৫ ডিসেম্বর, সোমবার
রাত ৯টা জাপান–ক্রোয়েশিয়
রাত ১টা– ব্রাজিল- দক্ষিণ কোরিয়া
৬ ডিসেম্বর, মঙ্গলবার
রাত ৯টা মরক্কো–স্পেন
রাত ১টা পর্তুগাল–সুইজারল্যান্ড
এদের মধ্যে যে ৮ দল জিতবে তারা খেলবে কোয়ার্টার ফাইনালে।
Leave a Reply
You must be logged in to post a comment.