ঢাকার নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সেন্ট ইউফ্রেজীস্ গার্লস্ স্কুল এন্ড কলেজ। বুধবার সকালে বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজ। এসময় উপস্থিত ছিলেন সেন্ট ইউফ্রেজীস্ গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, দোহারের লিবার্টি স্কুলের চেয়ারম্যান অমিতাভ অপু, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, সেন্ট থেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা, খানেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস, সেন্ট ইউফ্রেজীস্ গার্লস হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, শিক্ষক প্রতিনিধি ব্রজ গোপাল মন্ডল রাহুল ও রানু শিশিলিয়া গমেজ এবং প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সিস্টার লাভলী।
Leave a Reply
You must be logged in to post a comment.