ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ মোচনের নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও মাইক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আব্দুর রশিদ মোচন।
সরেজমিনে, রাইপাড়া ইউনিয়নের বাশতলা গিয়ে আব্দুর রশিদ মোচনের নির্বাচনী ক্যাম্পের চেয়ার টেবিল ভাংচুর অবস্থায় দেখা যায়।
এ ব্যাপারে আব্দুর রশিদ মোচন প্রিয়বাংলানিউজ২৪ কে জানান, আমি গ্রামে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম। আমাকে ফোনে ঘটনা জানানো হলে বাশতলা ক্যাম্পে গিয়ে আমি সব কিছু ভাংগা অবস্থায় দেখতে পাই। মাইকিং করার সময় আমার একটি মাইক ও ছিনিয়ে নিয়ে গেছে। আমি থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। ওসি সাহেব আমাকে ভাংচুরের ছবি প্রিন্ট করে নিয়ে আসতে বলছেন। আমি ছবি প্রিন্ট করাতে পাঠিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আমরা ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন